সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

রাজধানীতে কয়েল ফ্যাক্টরিতে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রায়েরবাগ এলাকার পুণম সিনেমা হলের পাশে একটি টিনশেড ঘরে আগুনের ঘটনা ঘটেছে। ওই ঘরে মশার কয়েল তৈরির বিভিন্ন ধরনের উপাদান ছিল। আগুনে সেসব পুড়ে গেছে। শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, কয়েল তৈরির জন্য কাঠের গুঁড়া, ধানের তুষ, নারিকেলের ছোবড়াসহ বিভিন্ন ধরনের উপাদানে ভরপুর ছিল গোডাউনটি। ওখান থেকে এসব উপাদান অন্যত্র নিয়ে কয়েল তৈরি করা হতো। গোডাউনটি অর্ধেক টিনের, অর্ধেক দেয়াল। অগ্নিকান্ডের সময় ২-৩ জন শ্রমিক ছিলেন। তারা আগুন লাগার পরপরই সেখান থেকে নিরাপদে বেরিয়ে যান। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ওই গোডাউনের তিন দিকে আবাসিক ভবন ছিল। একপাশের একটি ভবনের বারান্দায় আগুন ধরে যায়। আমরা দ্রুত বারান্দার আগুন নিয়ন্ত্রণে আনি। এতে আগুন ছড়াতে পারেনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর