সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ক্ষমতার অপব্যবহার নিয়ে দুদককে সতর্ক করল হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতার অপব্যবহার নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সতর্ক করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। দুদককে উদ্দেশ করে হাই কোর্ট বলেছে, ক্ষমতা থাকলেই কেন অপব্যবহার করবেন! অযথা ক্ষমতা দেখাবেন না। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ মন্তব্য করে। ২০১৯ সালে এক ব্যক্তির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার নোটিস দিয়ে দীর্ঘদিনেও তদন্ত শেষ না করায় দুদকের উদ্দেশে এ মন্তব্য করে আদালত। পরে রুল জারি করে আদেশ দেয় হাই কোর্ট। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন ও সাঈদা ইয়াসমিন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী সাজ্জাদ হোসেন। ১৪ ডিসেম্বর এ ব্যাপারে পরবর্তী শুনানি হবে। পরে জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, নাভানার একজন কর্মকর্তা মো. মামুন খান।

তার বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের সিনিয়র ডেপুটি ম্যানেজার দুদকের কাছে একটি অভিযোগ করেন। এ অভিযোগের পর দুদক মামুন খানকে তলব করে। পরে মামুন খান দুদকে হাজির হয়ে তার সব সম্পদ বিবরণী দাখিল করেন। এরপর ২০১৯ সালে দুদক মামুনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে। তিনি বলেন, এরপর মামলার তদন্ত কর্মকর্তা একের পর এক পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো অনুসন্ধান বা তদন্ত শেষ হচ্ছে না। এ কারণে মামুনের বিদেশযাত্রার নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে ৩১ আগস্ট হাই কোর্টে আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত গতকাল মামুনের বিদেশযাত্রায় দুদকের নিষেধাজ্ঞার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর