সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ঊর্ধ্বমুখী সূচকে কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে সূচকের উত্থান হয়েছে দেশের শেয়ারবাজারে। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে আগের কার্যদিবসের চেয়ে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। উভয় বাজারে  লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামও বেড়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের (বৃহস্পতিবার) তুলনায় ২৯ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৯৬৫ পয়েন্টে উঠে এসেছে। ২৪৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৯টির দাম। ডিএসইতে  মোট লেনদেন হয়েছে ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৩৫০ কোটি ২১ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে  বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের  শেয়ার। কোম্পানিটির ১১৭ কোটি ৩০ লাখ টাকার  শেয়ার লেনদেন হয়েছে। ২০ পয়সা কমে ১৬৮ টাকা হয়েছে বেক্সিমকোর শেয়ার দর। দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক। তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৬১ পয়েন্ট।

বাজারটিতে মোট লেনদেন হয়েছে ৬৩ কোটি ৩২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৭টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর