মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

দৌলতদিয়ায় দীর্ঘ যানজট, ভোগান্তি

রাজবাড়ী প্রতিনিধি

বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল ব্যাহত, ফেরি সংকটের পাশাপাশি ফেরিতে যানবাহন লোড-আনলোডের সময় লাগার কারণে দৌলতদিয়া ফেরিঘাটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। অব্যাহত বৃষ্টিতে চরম ভোগান্তির মধ্যে রয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রী ও চালকরা। ফেরি পারের অপেক্ষায় রয়েছে সাত শতাধিক যানবাহন। গতকাল দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সংকট রয়েছে। নৌরুটের বহরে থাকা ১৬টি ফেরির মধ্যে ১৫টি চলাচল করছে। তবে প্রায় ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকে ৫ নম্বর ঘাটে কোনো ফেরি আসা-যাওয়া দেখা যায়নি। ৪ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে সংযোগ সড়কের মাঝের রাস্তায় কাদা-মাটি যুক্ত থাকায় দীর্ঘ সময় নিয়ে ঝুঁকি নিয়ে ফেরিতে উঠছে। ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের চার কিলোমিটার পর্যন্ত দুই লেনের সিরিয়ালে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান রয়েছে।

অন্যদিকে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত প্রায় তিন কিলোমিটার ট্রাক ও কাভার্ড ভ্যান রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টি হচ্ছে। ফেরিতে যানবাহন লোড-আনলোডে সময় লাগার কারণে ফেরিঘাটের গাড়ির জট সৃষ্টি হয়েছে। এ রুটের ফেরি বহরে বর্তমানে ১৬টি ফেরি রয়েছে। মাঝে মাঝে দুই একটি ফেরিতে সমস্যা থাকার কারণে ফেরি চলাচল হ্রাস করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর