বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আলালকে টার্গেট করেছে সরকার : বিএনপি

নিজস্ব প্রতিবেদক

দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, আলাল দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি বর্তমানে বিদেশে একটি হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকেন। সে জন্যই সরকার তাকে টার্গেট করে ছাত্রলীগ নেতাকে দিয়ে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। সরকারের বিরুদ্ধে তীব্র ন্যায়সঙ্গত সমালোচনা করার জন্যই তাকে হয়রানি করতে এ মামলা দায়ের করা হয়েছে।  মির্জা ফখরুল বলেন, সরকার আসলে কর্তৃত্ববাদী শাসন চিরস্থায়ী করার জন্যই বিভিন্ন কালাকানুন প্রণয়ন করে এসেছে।ডিজিটাল নিরাপত্তা আইন তার মধ্যে অন্যতম।

এখন এ কালাকানুনে বিএনপি নেতাদের জড়িয়ে দেশে একটি নির্বাক পরিস্থিতি সৃষ্টির আয়োজন চলছে। চারদিকে এখন বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে। এ জন্যই সরকার দিগি¦দিক জ্ঞানশূন্য হয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে। আলালের বিরুদ্ধে মামলা দায়ের তারই বহিঃপ্রকাশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর