রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বঙ্গোপসাগরে জালে ধরা পড়ল ৪ মণ ওজনের গোলপাতা মাছ

বাগেরহাট প্রতিনিধি

বঙ্গোপসাগরে জালে ধরা পড়ল ৪ মণ ওজনের গোলপাতা মাছ

বিরল প্রজাতির গোলপাতা মাছ -বাংলাদেশ প্রতিদিন

বাগেরহাটের পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৪ মণ (১৫০ কেজি) ওজনের বিরল প্রজাতির একটি গোলপাতা মাছ। মাছটির বৈজ্ঞানিকভাবে নাম সেইল ফিস। গতকাল সকালে বাগেরহাট শহরের মৎস্য অবতরণ কেন্দ্রে কেবি ফিশারী ঘাটে জেলেরা মাছটি নিয়ে আসেন। এ সময় মাছটি একনজর দেখতে উৎসুক জনতা ভিড় করে। পরে নিলামের মাধ্যমে ১৩ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন জাহিদ শেখ নামের এক মাছ ব্যবসায়ী।

স্থানীয় কালাম শেখ বলেন, কেবি ফিশারীতে সব সময় এত বড় মাছ দেখা যায় না। সকালে জেলেরা ট্রলার থেকে মাছটি নিয়ে এলে মাছটি এক নজর দেখতে আসি। মানিক শেখ বলেন, আমি এত বড় গোলপাতা মাছ আগে কখনো দেখিনি।

মাছ ব্যবসায়ী জাহিদ শেখ বলেন, বাজারে বড় মাছ উঠলে আমি কেনার চেষ্টা করি। সকালে কেবি ফিশারী বাজারের মহিতোষের ঘরে মাছটি উঠানো হলে ডাকের মাধ্যমে আমি ১৩ হাজার টাকা দিয়ে কিনেছি। মাছটি প্রায় ১৫ ফুট লম্বা। মাছটি কেটে ২০০ টাকা কেজি দরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর বাজারে বিক্রি করব। সুস্বাদু মাছ হিসেবে স্থানীয় বাজারে এর যথেষ্ট চাহিদা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর