সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আগামী দুই দিন সন্তানরা থাকবে সেই জাপানি মায়ের কাছে

নিজস্ব প্রতিবেদক

দুই মেয়ে আগামী দুই দিন জাপানি মা ডা. এরিকো নাকানোর কাছে থাকবে বলে আদেশ দিয়েছে হাই কোর্ট। আজ ১৩ এবং আগামীকাল ১৪ ডিসেম্বর তারা মায়ের সঙ্গে থাকবে। ১৫ ডিসেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করে দিয়েছে আদালত। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ পাঁচ বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেয়। আদালতে মায়ের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। এর আগে গত ৫ ডিসেম্বর দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিজের জিম্মায় নিতে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জাপানি মা এরিকো নাকানো।

তার আগে গত ২১ নভেম্বর হাই কোর্টের রায়ে দুই মেয়েকে নিয়ে যাওয়ার অনুমতি পাননি জাপানি মা। রায়ে বলা হয়, সন্তানরা থাকবে বাবা ইমরান শরীফের কাছে। তবে তাদের মা বছরে তিনবার বাংলাদেশে এসে ১০ দিন করে তাদের নিজের কাছে রাখতে পারবেন। রায় ব্যাখ্যা করে আদালত বলে, যেহেতু মা জাপানি নাগরিক, সেখানে তার বসবাস ও কর্মস্থল, সে কারণে তিনি তার সুবিধামতো সময়ে বাংলাদেশে এসে শিশুদের সঙ্গে প্রতিবার কমপক্ষে ১০ দিন একান্তে সময় কাটাতে পারবেন। এ ক্ষেত্রে বছরে তিনবার বাংলাদেশে তার আসা-যাওয়াসহ ১০ দিন অবস্থানের যাবতীয় খরচ শিশু দুটির বাবাকে বহন করতে হবে। আদালতের আদেশে আরও বলা হয়, অতিরিক্ত যাওয়া-আসা বা বাংলাদেশে অবস্থানের খরচ মা বহন করবেন। এ ছাড়া বাবা মাসে কমপক্ষে দুবার ছুটির দিন শিশুসন্তানদের ভিডিও কলে মায়ের সঙ্গে কথা বলার ব্যবস্থা নিশ্চিত করবেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর