সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

‘সংকট’ নিরসনে সর্বদলীয় সংলাপ চান নূর

নিজস্ব প্রতিবেদক

গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পুলিশ প্রধান, র‌্যাবের মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় সদস্য এবং প্রতিষ্ঠান হিসেবে র‌্যাবের নামে নিষেধাজ্ঞা দিয়েছে। এটি আমাদের জন্য চরম লজ্জা, উৎকণ্ঠা ও উদ্বেগের। চলমান সংকট নিরসনে দেশের সব রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে জরুরি সর্বদলীয় সংলাপ দরকার। গতকাল পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নুরুল হক নূর বলেন, অগণতান্ত্রিক, ভোটবিহীন কর্তৃত্ববাদী সরকারের গণবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অসাংবিধানিক ও বেআইনিভাবে ভিন্নমত ও বিরোধীদের ওপর দমন-পীড়নের মতো অমানবিক কর্মকাণ্ডের ফলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এমন নিষেধাজ্ঞা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জন্য চরম লজ্জা, উৎকণ্ঠা ও উদ্বেগের। নূর বলেন, জনগণের ভ্যাট-ট্যাক্স, করের টাকায় বেতনভুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারি কর্মচারীদেরও ‘গণঅধিকার পরিষদ’ মনে করিয়ে দিতে চায় যে, ‘আপনাদের দায়িত্ব সাংবিধানিক দায়বদ্ধতা থেকে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের জনগণের সেবা ও কল্যাণের জন্য কাজ করা। জনগণের প্রতি দায়বদ্ধতার শপথ নিয়ে আপনারা কোনো দল বা অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকারের পক্ষে কাজ করে জনগণের বিপক্ষে অবস্থান নিতে পারেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, বিপ্লব পোদ্দার, আবু হানিফ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর