সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে বসুন্ধরার কম্বল বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ও কালের কণ্ঠ শুভসংঘের সহযোগিতায় কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্র তীরবর্তী এলাকা ও বিলুপ্ত ছিটমহলে ২ হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ শুরু হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার ধরলা নদীর তীরে অবস্থিত সন্ন্যাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, জেলা শুভসংঘের সাধারণ সম্পাদক ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ মিলন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আবদুল খালেক ফারুক, সন্ন্যাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, নিউজ টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর সূর্য, মাদরাসা শিক্ষক শফিকুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজ শুভসংঘের প্রচার সম্পাদক সাজেদুল করিম প্রমুখ।

ধরলা নদীর চর সারডোব ও নদী তীরবর্তী সন্ন্যাসী, টালাবান্ধাপাড়া, কাউয়াহাগাসহ পাঁচটি গ্রামের বয়স্ক, প্রতিবন্ধী ও অতি দরিদ্ররা কম্বল পান। রাজারহাট উপজেলার ধরলা তীরবর্তী কালুয়ার চর দাখিল মাদরাসা প্রাঙ্গণে ছয়টি চর গ্রামের ৪০০ অতি দরিদ্র, বিধবা ও প্রতিবন্ধীকে কম্বল প্রদান করা হয়। এ সময় কম্বল পেয়ে খুশি মনে ঘরে ফিরতে দেখা যায় নদীভাঙন আর বন্যায় বিপর্যস্ত মানুষকে। জয়কুমর গ্রামের বিধবা বৃদ্ধা বাচ্চানি বলেন, ‘একটা বেটা কামলা দেয়। অভাব অনটন খুব। গরম কাপড় কিনব্যার পাই না। তোমার কম্বলটা পায়া হামার খুব উপকার হইল।’ এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রতন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা শুভসংঘের সাংস্কৃতিক সম্পাদক জুয়েল রানা, কালুয়ার চর দাখিল মাদরাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিকালে উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র পাড়ের হাতিয়া ও ধামশ্রেণি ইউনিয়নের ৪০০ শীতার্ত মানুষকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কম্বল প্রদান করা হয়। আজ সোমবার বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ও শুভসংঘের সহযোগিতায় বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া ও রাঙামাটি উচ্চ বিদ্যালয় মাঠে ৮০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের কর্মসূচি রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর