সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
নাসিক নির্বাচন

সাবেক এমপি গিয়াসউদ্দিনের মনোনয়নপত্র সংগ্রহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও দলের নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন। গতকাল তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন আকরাম হোসেন খান ও মাজেদুল ইসলাম। তবে তিনি দলের প্রতীক ধানের শীষে নয় স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করবেন। গিয়াসউদ্দিনের ছেলে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গোলাম মোহাম্মদ সাদরিল বিষয়টি নিশ্চিত করে জানান, বাবা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি নির্বাচনে অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছেন। এর আগে ৫ ডিসেম্বর মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই বিএনপি নেতা। তারা হলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল ও সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার শনিবার নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে গিয়েছিলেন। তার পিএস জানান, তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে রাতে তিনি নিশ্চিত করেন, সোমবার মনোনয়নপত্র সংগ্রহ শেষে মঙ্গলবার জমা দেবেন। একটি সূত্র জানায়, তিনি মনোনয়নপত্র সংগ্রহ করে রেখেছেন। তবে তা জমা দিতে ৩০০ জন নাগরিকের সমর্থন, ব্যাংক ট্রেজারি জমা দিতে যেসব কাগজাদি লাগবে তা সংগ্রহ করছেন। প্রসঙ্গত, ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ভোটের মাত্র ৭ ঘণ্টা আগে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার মেয়র পদ থেকে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আগামী ১৬ জানুয়ারি নাসিক নির্বাচনে ভোট গ্রহণ। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু ২৮ ডিসেম্বর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর