বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
বিজয়ের ৫০ বছর

লন্ডনের টাওয়ার ব্রিজ সাজবে বাংলাদেশের পতাকার রঙে

আ স ম মাসুম, যুক্তরাজ্য

বাংলাদেশের বিজয়ের ৫০ বছর উপলক্ষে সিটি অব লন্ডনের উদ্যোগে ১৩৫ বছরের পুরনো ব্রিটেনের সবচেয়ে আইকনিক স্থাপনা টাওয়ার ব্রিজ পুরোটা বাংলাদেশের পতাকার সাজে সাজানো হবে। এ উদ্যোগটি নিয়েছেন সিটি অব লন্ডনের ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলর চলচ্চিত্র নির্মাতা মনসুর আলী। ২৪৪ মিটার দৈর্ঘ্য ও ৪২ মিটার উচ্চতার এ ব্রিজ ১৬ ডিসেম্বর ব্রিটেন সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশের পতাকার রং লাল-সবুজে আলোকিত হয়ে উঠবে। অসাধারণ এই মুহূর্তের সরাসরি সাক্ষী থাকবে শত শত বাংলাদেশিসহ লাখ লাখ ভিনদেশি মানুষ। প্রতিদিন টাওয়ার ব্রিজ ভ্রমণ ও ব্যবহার করে ৪০ হাজারের বেশি মানুষ। অসাধারণ এ উদ্যোগটি সিটি কাউন্সিল পর্যন্ত নিয়ে বাস্তবায়ন পর্যন্ত কাজ করেছেন কাউন্সিলর মনসুর আলী। তিনি বলেন, ‘আমি ব্রিটেনে এসেছিলাম দুই বছর বয়সে, তখন থেকেই এ টাওয়ার ব্রিজ দেখে বড় হয়েছি। এখন এ ওয়ার্ডের কাউন্সিলর।

বাংলাদেশ আমার জন্মস্থান, বাংলাদেশ যেমন আমার অস্তিত্ব তেমনি টাওয়ার ব্রিজের সঙ্গে আমার আবেগ মিশে আছে। বাংলাদেশের মহান বিজয় দিবসে এ আইকনিক ব্রিজ বাংলাদেশের পতাকার রঙে সাজবে। এটা থেকে ভিনদেশি মানুষ জানবে ব্রিটেনে ব্রিটিশ-বাংলাদেশিদের অবদান।’

মনসুর আলীর স্ত্রী অভিনেত্রী ও মডেল দিলরুবা ইয়াসমীন রুহি বলেন, ‘এটা অসাধারণ একটি উদ্যোগ। ব্রিটেনের সবচেয়ে আইকনিক স্থাপনা যা দেখার জন্য বছরে ৩০ লাখ ট্যুরিস্ট ভিজিট করেন সেই টাওয়ার ব্রিজ আলোকিত হবে যা আমাদের জন্য গৌরবের।’

পাওয়ার হানড্রেড নামের একটি সংগঠনের পক্ষ থেকে ২৬ মার্চ ২০২১ লন্ডনের অন্যতম আইকনিক স্থাপনা লন্ডন আই আলোকিত করা হয় বাংলাদেশের পতাকার সাজে। সে উদ্যোগের উদ্যোক্তা আবদাল উল্লাহ বলেন, ‘মনসুর আলীর উদ্যোগ প্রশংসনীয়। লন্ডন আই আলোকিত করার পরই মনসুর আলীর সঙ্গে এ নিয়ে কথা হচ্ছিল। শেষ পর্যন্ত এটি বাস্তবায়ন হলো।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর