বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সাবেক কাস্টমস কমিশনারের সম্পদের হিসাব চেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকার সাবেক কমিশনার এম হাফিজুর রহমানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক মো. আকতার হোসেন আজাদ এ সংক্রান্ত নোটিস দিয়েছেন। নোটিসে বলা হয়েছে, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে, সাবেক এই কর্মকর্তা জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন। আরও বলা হয়েছে, নোটিস পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক মো. আকতার হোসেন আজাদ বরাবর স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দাখিল করতে বলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫ নং আইন) এর ধারা ২৬ এর উপ-ধারা (১) অনুযায়ী এম হাফিজুর রহমানকে নিজের, তার স্ত্রী ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎসের বিস্তারিত বিবরণী জমা দিতে হবে।

 নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে উপরিউক্ত আইনের ধারা ২৬ এর উপধারা (২) অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর