বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ইভ্যালির সিইও-চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চেক প্রতারণার অভিযোগে ইভ্যালির সিইও, চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্তরা হলেন- ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান মোছাম্মৎ শামীমা নাসরিন, ইভ্যালির সিনিয়র ম্যানেজার ফাইন্যান্স এবং সিনিয়র ম্যানেজার। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন মো. ফারুক নামে এক ব্যবসায়ী। বাদীর আইনজীবী মোহাম্মদ সালেহ উদ্দীন বলেন, আদালত মামলাটি গ্রহণ করে চারজনের বিরুদ্ধে সমন জারি করে। মামলার অভিযোগে বলা হয়, ইভ্যালির বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়ে বাদী মো. ফারুক ৭ লাখ ৩০ হাজার টাকার পণ্যের অর্ডার দেন। কিন্তু দীর্ঘ সময়ে তার কাছে কোনো পণ্য সরবরাহ করা হয়নি। পরে ইভ্যালির অফিসে যোগাযোগ করলে তাকে চেক প্রদান করা হয়। কিন্তু নগদায়নের জন্য চেক ব্যাংকে উপস্থাপন করা হলে তা প্রত্যাখ্যাত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর