বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

স্কুলের টিউশন ফি নিয়ে মাউশির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ের স্কুলে শিক্ষার্থীদের টিউশন ফি সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। গতকাল মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, গত বছরের নভেম্বরে কভিড-১৯ পরিস্থিতির কারণে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিফিন, গ্রন্থাগার, বিজ্ঞানাগার ও ম্যাগজিন ফি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার ও ম্যাগাজিন ফি গ্রহণ না করার নির্দেশনা জারি করা হয়। ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নির্ধারিত টিউশন ফি ও বার্ষিক সেশন চার্জ  নিতে পারবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর