শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত

প্রতিদিন ডেস্ক

বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত

অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে গতকাল সারা দেশে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। নিজস্ব প্রতিবেদকের পাঠানো খবর-

চট্টগ্রাম : চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এরপর পর্যায়ক্রমে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা জানায়। এরপর নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ ছাড়া জেলা প্রশাসন শেখ রাসেল চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়। বিকাল ৪টা ১৫ মিনিটে চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামের ভিতরে-বাইরে প্রায় ১৫ হাজার মানুষকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ বাক্য পাঠ করান। এ সময় স্টেডিয়ামের ভিতরে চারপাশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্মসহ জাতীয় পতাকা হাতে ছিল শিক্ষার্থীদের। মাঠের মধ্যখানে লাল সবুজের টি-শার্ট সঙ্গে লাল টুপি পরে ছিলেন চার হাজার মানুষ।

সিলেট : ভোরে শহীদ মিনার বাস্তবায়ন কমিটির পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন। এরপর পর্যায়ক্রমে প্রশাসনের বিভিন্ন দফতর, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, সিলেট জেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে। দিনভর শহীদ মিনারে ছিল সাধারণ মানুষের  ভিড়। বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন কয়েক হাজার মানুষ। রংপুর : রংপুরে সূর্যোদয়ের পরপরই নগরীর মডার্ন মোড়ে স্মৃতিস্তম্ভ অর্জনে বিভাগীয় কমিশনার আবদুল ওহাব ভুঞা, জেলা প্রশাসক আসিব আহসানসহ প্রশাসনের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন। কেন্দ্রীয় শহীদ মিনার ও সুরভি উদ্যানের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার, প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, জেলা বিএনপি ও অঙ্গসংগঠন, জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন, জেলা দোকান মালিক সমিতি, মোটর মালিক সমিতি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা অবনতভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। রাজশাহী : সকাল সাড়ে ৬টা থেকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শহীদ মিনারে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর, জেলা প্রশাসক মো. আবদুল জলিল, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক আবদুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন প্রমুখ। সকালে রাজশাহীর কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতারা। বিকালে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শপথ অনুষ্ঠানের আয়োজন করে বিভাগীয় কমিশনার অফিস। এতে সরকারি বিভিন্ন দফতরে কর্মকর্তা, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। বরিশাল : বিজয়ের প্রথম প্রহরে বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নগরীর ওয়াপদা কলোনির টর্চার সেলের স্মৃতি-৭১ স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর