শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরা ‘সুবর্ণজয়ন্তী বিজয় সংস্করণ কালারবুক’-এর মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা ‘সুবর্ণজয়ন্তী বিজয় সংস্করণ কালারবুক’-এর মোড়ক উন্মোচন

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার ২- এ  বসুন্ধরা ড্রয়িং বুকের নতুন সংযোজন ‘বসুন্ধরা সুবর্ণজয়ন্তী বিজয় সংস্করণ কালারবুক’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের উদ্যোগে নতুন প্রজন্মকে চিত্রাঙ্কনের মাধ্যমে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার লক্ষ্যে বসুন্ধরা পেপার মিলসের এই বিশেষ আয়োজন। জানা গেছে, বসুন্ধরার বিশেষ এ সুবর্ণজয়ন্তী বিজয় সংস্করণ কালারবুকে থাকছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, ১৯৭১ সালের যুদ্ধবিষয়ক চিত্র, সাতজন বীরশ্রেষ্ঠসহ আরও অনেক স্মৃতিবিজড়িত বাংলাদেশের ইতিহাসের অঙ্কন শৈলী। যেখানে শিশুরা ছবি দেখে তাদের মনের মতো আঁকতে ও রং করতে পারবে। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান, মো. মাসুদুর রহমান (চিফ সেলস অফিসার, পেপার বাল্ক), মো. দেলোয়ার হোসেন (চিফ হিউম্যান রিসোর্স অফিসার, সেক্টর-সি), মো. কামরুল হাসান (হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স, সেক্টর-সি), মোহাম্মদ আলাউদ্দীন (হেড অব মার্কেটিং, বিপিএমএল, সেক্টর-সি), কাজী ইমদাদুল হক (ডিজিএম, সেলস), সীমান্ত বিশ্বাস (ডিজিএম, সাপ্লাই চেইন, সেক্টর-সি)-সহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর