শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ফরেনসিক পরীক্ষার পর কুয়েট শিক্ষকের লাশ পুনরায় দাফন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. সেলিম হোসেনের লাশ পুনরায় দাফন করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। বুধবার ময়নাতদন্তের জন্য ড. সেলিম হোসেনের লাশ কবর থেকে তোলা হয়। কুষ্টিয়ার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকায় ফরেনসিক পরীক্ষা শেষে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সেলিম হোসেনের লাশ কুষ্টিয়ায় পৌঁছে। এরপর তাকে একই কবরে দাফন করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার ময়নাতদন্তের জন্য লাশটি কবর থেকে তোলা হয়। প্রথমে কুষ্টিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে তিন সদস্যের মেডিকেল টিম লাশটি পরীক্ষা করেন। কিন্তু লাশে পচন থাকায় ফরেনসিক পরীক্ষার জন্য তা’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জানা যায়, ৩০ নভেম্বর দুপুরে কুয়েটের ইইই শাখার প্রফেসর ও লালন শাহ হলের প্রভোষ্ট ড. মো. সেলিম হোসেন হার্ট অ্যাটাকে মারা যান। তাকে পৈত্রিক বাড়ি কুষ্টিয়ায় দাফন করা হয়। তবে শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, মৃত্যুর কয়েকঘণ্টা আগে সেলিম হোসেন কুয়েট শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মির মানসিক নিপীড়নের শিকার হয়েছিলেন। এতে অভিযুক্ত কুয়েট ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদকসহ ৯ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশে ময়নাতদন্তের জন্য লাশটি কবর থেকে তোলা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর