রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
শীতে বসুন্ধরার কম্বল বিতরণ

‘কাহ একনা কাপড় দেয় না, কম্বলটা পাইয়া ভালোই হইল’

মানিকগঞ্জ ও দিনাজপুর প্রতিনিধি

‘কাহ একনা কাপড় দেয় না, কম্বলটা পাইয়া ভালোই হইল’

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অসহায় শীতার্তদের মাঝে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের শীতবস্ত্র বিতরণ হয়েছে। গতকাল দুপুরে  উপজেলার মানিকনগর এলাকা থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের শুরুতেই ৫০০ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান। শীতবস্ত্র বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক মো. জব্বার হোসেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতের শুরুতে শীতবস্ত্র পেয়ে সবাই খুশি। তারা বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের খামার খরিকাদম গ্রামের সাবিত্রী রায় কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন- ‘গ্রামত খুব শীত বাহে। খুব কষ্ট নাগে। কাহ একনা কাপড় দেয় না। কম্বলটা পাইয়া ভালোই হইল। এইটা দিয়ে হামার শীতটা ভালো কাটিবে।’ ৭৫ বছর বয়সী সাবিত্রীর স্বামী রামা রায় মারা গেছেন ৩০ বছর আগে। বীরগঞ্জ পৌর শহরের বাসিন্দা মোমেনা খাতুন বলেন, ‘রাস্তায় থাকিবা হয়। বেজায় শীত নাগে। রাস্তায় এখন পিন্দিয়া ঘুমামো।’ বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে বসুন্ধরা গ্রুপের অর্থ সহায়তায় কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে কম্বল বিতরণকালে উপকারভোগীরা এসব কথা বলেন। বোচাগঞ্জের প্রতিবন্ধী শিশু ও শীতার্তরা বসুন্ধরার কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়। দিনাজপুরে গত দুই দিনে এ অঞ্চলের অসহায়, হতদরিদ্র ও শীতার্তদের মুখে হাসি ফুটে বসুন্ধরার কম্বল পেয়ে।

গতকাল বোচাগঞ্জে ৩৫০টি, বীরগঞ্জে ৩০০টিসহ নবাবগঞ্জ, বিরামপুর, ফুলবাড়ীসহ বিভিন্ন উপজেলায় শতাধিক করে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার ও গতকাল শনিবার জেলায় ২ হাজার কম্বল বিতরণ করে অসহায়, দুস্থ শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাল দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। গতকাল বিকালে বীরগঞ্জে সরকারি কলেজ মাঠে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ কে এম মাসুদুল হক, বীরগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত সেন, শুভসংঘের বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সোহেল আহমেদ, শুভসংঘ দিনাজপুর সভাপতি মো. রাসেল ইসলাম, এমদাদুল হক মিলন, আবদুর রাজ্জাক, দশরথ রায় বাবুল, শুভসংঘের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও রিতা সেন প্রমুখ।

এর আগে সকাল ১০টায় সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বোচাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রতিবন্ধী শিশু ও শীতার্তদের মাঝে ৩৫০টি কম্বল বিতরণ করে কালের কণ্ঠ শুভসংঘ।

বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মাহবুব আলমের সভাপতিত্বে ও জেসিয়া জামান কাসফির সঞ্চালনায় অতিথি ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য তাকবীর হোসাইন মান্না, শরীফ মাহ্দী আশরাফ জীবন, শাহ মো. হাসিবুর রহমান, রাশেদুল ইসলাম রাফিন, ওয়াসিম আকরাম, মো. রাসেল ইসলাম, শাহনেওয়াজ সৌরভ, হুমায়ুন পারভেজ, মো. ইয়াসির আরাফাত রাফি, মো. আজাদ আলী (জাপান), মাহাবুব-উল-মুরশেদ (বাঁধন), মো. আকিব-উল-হক, বোচাগঞ্জ শুভসংঘের আবু সৈয়দ হোসেন প্রমুখ।

গতকাল বিকাল ৩টায় নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা, শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের বিরামপুর প্রতিনিধি মো. মাহাবুর রহমান প্রমুখ। বিরামপুর উপজেলা শাখার আয়োজনে ১১টায় মেধা বিকাশ স্কুল মাঠে অসহায় শীতার্তদের মাঝে ১৫০টি কম্বল বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর