রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

দেশ বদলে দিতে একটি দল গঠন করতে চাই : মান্না

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, তাঁরা কল্যাণ রাষ্ট্রের জন্য, দেশ বদলে দেওয়ার জন্য একটি দল গঠন করতে চাইছেন। তিনি গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার সংগঠন আয়োজিত ‘রাজনীতি, বিজয়ের ৫০ বছর এবং বর্তমানের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বলেন, এখন আমরা এমন একটি দল গঠন করতে চাই, যা একটি কল্যাণ রাষ্ট্রের জন্য নিবেদিত প্রাণ নেতা-কর্মীদের নিয়ে গঠন করব। যাদের নিয়ে এ দেশ বদলে  দেওয়া সম্ভব। একটা কল্যাণ রাষ্ট্র হতে পারে সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক। বিজয় দিবস উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, এই বিজয় নিয়ে আনন্দ করার মতো অবস্থা আর নেই। যে জন্য আমরা লড়াই করেছিলাম- তা কি অর্জিত হয়েছে? বর্তমান সরকারই দেশের দুর্ভোগের জন্য দায়ী। মান্না বলেন, এই সরকার ধরা খেতে শুরু করেছে। জঙ্গিবাদ দমনের নামে যে চালবাজি, তা ধরা খেতে শুরু করেছে। এই সরকার সব দিক থেকে এবার ধরা খেয়ে যাবে, আর বের হতে পারবে না। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে শপথপাঠ প্রসঙ্গে মান্না বলেন, বিজয়ের দিনে আমাদের প্রধানমন্ত্রী শপথবাক্য পাঠ করিয়েছেন বাংলার জনগণকে। এই শপথ থেকে আমি কিছু শেখার চেষ্টা করলাম। তখন আমার মনে হলো, উনি নিজে শপথ করেছিলেন, কিন্তু সেটা কি তিনি পালন করেছিলেন? ১০ টাকা কেজিতে চাল খাওয়াবেন বলেছিলেন, কিন্তু আজকে চালের কেজি কত? ঘরে ঘরে চাকরি দেবেন বলেছিলেন। কিন্তু ৪ কোটি লোক বেকার। তাহলে কোথায় গেল সেই শপথ?  

নাগরিক ঐক্য নেতা বলেন, তাকে বলা হয়েছে, তিনি প্রধানমন্ত্রীর একটু বেশি সমালোচনা করেছেন, তাকে হুঁশিয়ার থাকতে হবে। মান্না বলেন, আচ্ছা আমি কী হুঁশিয়ার থাকব! একটা বিষয়ে হুঁশিয়ার থাকতে পারি, প্রধানমন্ত্রী সম্পর্কে আর কথা বলব না। আমি বলতেও চাই না। আমি উনাকে সম্মান করি। উনি সরাসরি আমার নেতা ছিলেন। আমি তো ওই দল করেছি এবং তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর