রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

রংপুরে পৌষের আকাশে শরতের সূর্য!

নজরুল মৃধা, রংপুর

দেখতে দেখতে পৌষ মাষের তিন দিন চলে গেল। রংপুরে রাতে তাপমাত্রা কম থাকলেও দিনের বেলা ছিল যেন শরতের দুপুর। প্রকৃতির বিচিত্র খেয়ালে গতকাল সারা দিন ছিল রৌদ্রোজ্জ্বল। রোদের তীব্রতা ততটা প্রখর না হলেও মানুষকে বলতে শোনা গেছে, শীতের আকাশে দেখা দিয়েছে মেঘমুক্ত শরতের সূর্য।  দুপুরের দিকে অনেক বাসাবাড়িতে বৈদ্যুতিক পাখা ঘুরতে দেখা গেছে। বিকাল হতে হতে রোদের তীব্রতা কমে আবার শীত অনুভূত হতে থাকে। স্থানীয় আবহাওয়া অফিস বলছে হঠাৎ সূর্যের তাপ বেড়ে যাওয়ায় কুয়াশা সরে গিয়ে এমন গরম অনুভূত হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের প্রভাব ও আর্দ্রতাও কমে যাওয়ায় শীতের মাত্রা হঠাৎ কমে গিয়ে গরম অনুভূত হয়েছে। শীতকালে সচরাচার এমন আবহাওয়া দেখা যায় না।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, শনিবার বাতাসের আর্দ্রতা কম থাকায় সূর্যের উত্তাপ বেশি অনুভূত হয়েছে। শনিবার এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস এবং  দুপুর ৩টায় সর্বোচ্চ ২৭ দশমিক ৬  ডিগ্রি সেলসিয়াসের ওপর। বাতাসের সর্বোচ্চ আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। তিনি বলেন, দুই-চার দিনের মধ্যে এই অঞ্চলে আবার শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর