রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

কমল শনাক্ত, বাড়ল মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কমল শনাক্ত, বাড়ল মৃত্যু

এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা কমেছে। তবে বেড়েছে মৃত্যু। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৭১ জনের নমুনা পরীক্ষায় ১২২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন চারজন। আগের দিন ১৯১ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল দুজনের। আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কমেছে ২ হাজার ৩৩৯টি। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৪৫ হাজার ৪০৩ জন। প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ৪৭ জন। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৮৭ শতাংশ। চলতি বছরে প্রথমবারের মতো শনাক্তের হার ১ শতাংশের নিচে নেমে এসেছে গত ২৪ ঘণ্টায়। গত এক দিনে মৃতদের মধ্যে তিনজন ছিলেন পুরুষ ও একজন নারী। সবার বয়স ছিল ৫১ থেকে ৭০ বছরের মধ্যে। এর মধ্যে খুলনায় দুজন এবং বরিশাল ও ঢাকা বিভাগে একজন করে মারা গেছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর