রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
দুই দিনেও উদ্ধার কাজ শেষ হয়নি

মোংলায় দুর্ঘটনাকবলিত অয়েল ট্যাংকার ডুবে যাচ্ছে

বাগেরহাট প্রতিনিধি

মোংলা বন্দর চ্যানেলের ১৫ নম্বর বয়া এলাকায় ১৫০০ ফার্নেস অয়েল বোঝাই ‘এমটি মনোয়ারা’ নামের একটি তেলের ট্যাংকার ফেটে গিয়ে ডুবতে শুরু করেছে। গত শনিবার সকালে একটি ডুবন্ত জাহাজের র‌্যাকের সঙ্গে ধাক্কা খেয়ে এটি দুর্ঘটনা কবলিত হয়। এটি দ্রুত উদ্ধার করা না গেলে সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের প্রধান মো. মাকরুজ্জামান মুন্সি গতকাল জানান, কোস্টগার্ড ও মোংলা বন্দর কর্তৃপক্ষ দুই দিন ধরে উদ্ধার অভিযান চালালেও গতকাল সন্ধ্যা পর্যন্ত তেলের ট্যাংকারটি উদ্ধার করা যায়নি। তিনি জানান, তেলের ট্যাংকারে মজুদকৃত তেল অন্য ট্যাংকারে স্থানান্তর করতে পারলেই ট্যাংকারটি উদ্ধার করা সম্ভব হবে। এ ব্যাপারে কাজ চলছে। সুন্দরবন নিয়ে কাজ করা পরিবেশবাদী সংগঠন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম ট্যাংকার ফাটার ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে সুন্দরবনের মধ্য দিয়ে ফার্নেস অয়েলসহ ম্যানগ্রোভ বনের জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর সব ধরনের পণ্য পরিবহনে অয়েল ট্যাংকার ও লাইটার জাহাজ চলাচল বন্ধের দাবি জানান।

তিনি দ্রুত সময়ের মধ্যে ডুবতে থাকা ফার্নেস অয়েল বোঝাই তেলের ট্যাংকারটি উদ্ধারে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও ট্যাংকার মালিকের প্রতি আহ্বান জানান।  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর