রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বঙ্গবন্ধু এখন গোটা পৃথিবীর মানববন্ধু

নিউইয়র্কে সম্মেলন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্কে বঙ্গবন্ধু-বাংলাদেশ সম্মেলনে বলা হয়েছে, বঙ্গবন্ধু আমাদের মানবিক জাতির পিতা, যিনি খোকা থেকে মুজিব, মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে বাঙালি জাতির পিতা, বাঙালি জাতির পিতা থেকে বিশ্ববন্ধু এবং এই মুহূর্তে সারা পৃথিবীর মানববন্ধু। গত ১৭ ডিসেম্বর ‘সর্বজনীন মুজিববর্ষ উদযাপন কমিটি, যুক্তরাষ্ট্রের উদ্যোগে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা পুষ্পার্ঘ অর্পণ করেন। এ ছাড়া কবিতা, নাচ, গান আর কথামালার পাশাপাশি দুর্লভ ছবি ও পুস্তকের প্রদর্শনী করা হয়। উদ্বোধনী বক্তব্যে কবি নুরুল হুদা বলেন, ‘আজ আমরা এমন একজনকে স্মরণ করতে এবং শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছি যিনি মাত্র ৫৫ বছর দৈহিক জীবনে নিহিত ছিলেন, কিন্তু অনন্তকাল ধরে আমাদের মাঝে চির জীবিত হয়ে আছেন এবং প্রতি মুহূর্তে থাকছেন। শেখ মুজিবুর রহমান ব্যক্তি মানুষের সর্বাঙ্গীণ স্বাধীনতা এবং মানুষের স্বাধীনতার একজন উচ্চারক, একজন দার্শনিক প্রবক্তা। আসুন আমরা গর্ব ভরে বলি, আমরা বিশ্ববাঙালি বিশ্বব্যক্তিক একটি জাতিরাষ্ট্রের স্বপ্নের যিনি প্রদর্শক আমরা তাঁর উত্তরসূরি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ একটি জাতিরাষ্ট্র এবং বৈশ্বিক রাষ্ট্র হিসেবে চিরজীবী হোক।’ আয়োজক কমিটির সদস্য সচিব জাকারিয়া চৌধুরীর সঞ্চালনায় শুরুতে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। মঞ্চে রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রবাসের বীর মুক্তিযোদ্ধারা। উদ্বোধনী পর্বে এ আয়োজনের সভাপতি একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নুরুন্নবী, ফোবানার সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ লীগ অব আমেরিকার প্রেসিডেন্ট বেদারুল ইসলাম বাবলা বক্তব্য রাখেন।

কাব্যাঞ্জলিতে অংশ নেন কবি ফকির ইলিয়াস, শামস আল মমীন, ফারহানা ইলিয়াস তুলি, মঞ্জুর কাদের, ইশতিয়াক রুপু, পলি শাহিনা, রওশন আরা, কাব্য কবির প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর