রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

৫০ বছর পরেও মানুষ বঞ্চিত

মুফতি সৈয়দ ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, স্বাধীনতা অর্জনের ৫০ বছর পার হলেও এখনো দেশের মানুষ ভোটাধিকার ও বাকস্বাধীনতা বঞ্চিত। বিজয় দিবস উপলক্ষে গতকাল বায়তুল মোকাররম উত্তর গেটে দলের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ আয়োজিত পতাকা র‌্যালিপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন উত্তরের সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ। বক্তব্য দেন মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, মাওলানা ইমতিয়াজ আলম, আমিনুল ইসলাম, মাওলানা আরিফুল ইসলাম, আবদুল আউয়াল প্রমুখ। র‌্যালিটি বিজয়নগর, কাকরাইল মোড় ঘুরে পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়। এর আগে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর