মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

চাঁদাবাজির সময় আটক ১০

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ার নবীনগরে চাঁদাবাজির সময় ১০ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ২৩০ টাকা ও ৮টি মোবাইলফোন সেট জব্দ জরা হয়েছে। রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৪।

আটক ব্যক্তিরা হলেন- মাসুদ রানা, ইকবাল হোসেন রতন, বিপ্লব, পান্নু হাওলদার, জাহাঙ্গীর, আনোয়ার শেখ, আলম মোল্লা, আবদুল্লাহ আল হেলাল, শাহাদত হোসেন ও সঞ্চয়। গতকাল র‌্যাব-৪ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদে রবিবার রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ১০ চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি দল। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে- তারা নবীনগর এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলেন। তারা নবীনগর এলাকার বিভিন্ন দোকান থেকে প্রতিদিন ১০০-২০০ টাকা চাঁদা আদায় করতেন। কোনো দোকানি চাঁদা দিতে না চাইলে তারা তাদের বিভিন্নভাবে হুমকি ও ভয় দেখাতেন। ভয়ে ও আতঙ্কে দোকানিরা তাদের চাঁদা দিতে বাধ্য হতেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর