মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরার কম্বল পেল হাকিমপুরের অসহায় শীতার্তরা

দিনাজপুর প্রতিনিধি

বসুন্ধরার কম্বল পেল হাকিমপুরের অসহায় শীতার্তরা

হাকিমপুরের মোমেনা বেগম, রহিমা বেগমসহ শীতার্তরা বসুন্ধরার কম্বল পেয়ে আবেগাপ্লুত। কম্বল পেয়ে এ অসহায়, হতদরিদ্র ও শীতার্তদের মুখে অনাবিল হাসি ফুটে ওঠে। গতকাল হাকিমপুরের বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে কালের কণ্ঠ শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে ১০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় মোমেনা বেগম নামে এক বৃদ্ধা নারী বলেন, ‘এই কনকনে শীতে কম্বল পাইয়ে আমার অনেক উপকার হইছে। আমি খুব আশা করছিলাম আমারে একটা কম্বল যেন কেউ দেয়। আমার সে আশা পূরণ হইল বসুন্ধরার কম্বল পাইয়ে। আমি খুশি, খুব খুশি।’ প্রায় একই কথা বলেন রহিমা বেগম, রাজুসহ অনেকে। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় অসহায়, শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম। আরও উপস্থিত ছিলেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, কালের কণ্ঠ প্রতিনিধি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, শুভসংঘের উপজেলা সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মো. নাসিম বাবু, সহসভাপতি ফারহান, এস্তাদুল ও সাদিয়া, যুগ্ম সম্পাদক মাসুম ও সিয়াম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, দফতর সম্পাদক নিলয়, সমাজকল্যাণ সম্পাদক আনিকা, সাহিত্য সম্পাদক রকেয়া, সংস্কৃতি সম্পাদক মিতু, নারী শিক্ষাবিষয়ক সম্পাদক ফুল, কার্যকরী সদস্য তরিকুল, রুবাইয়াসহ অনেকে।

সর্বশেষ খবর