বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বই পড়ার নেশায় এসেছিল ওরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বই পড়ার নেশায় এসেছিল ওরা

মুক্তিযুদ্ধের বই পড়বে। দেশের ইতিহাস জানবে। ইতিহাস বিকৃতি থেকে রক্ষা করবে বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধকে। এই অদম্য ইচ্ছাশক্তি নিয়ে গতকাল বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছিল হাজারো শিক্ষার্থী। বই পড়ার এই উৎসবে শামিল হওয়া সব শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় মুক্তিযুদ্ধভিত্তিক রচিত বই। প্রতিবারের মতো এই বইপড়া উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইনোভেটর’। বেলা ২টা থেকে সিলেটের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা এসে জড়ো হতে থাকেন শহীদ মিনারে। নিয়ম অনুযায়ী করেন রিপোর্টিং। রিপোর্টিং শেষে শিক্ষার্থীদের হাতে লাল-সবুজের জাতীয় পতাকা তুলে দেন ইনোভেটরের সদস্যরা। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা। আলোচনা সভায় বক্তারা বলেন, বিজয়ে সুবর্ণ আঙ্গিনায় দাঁড়িয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে ‘বিশ্বের বিস্ময়’-এ পরিণত করার জন্য বইনির্ভর সমাজের বিকল্প নেই। তাই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে পারে বইপড়ুয়ারা। বই চির অমলিন, বইয়ের ক্ষমতা কখনো হারায় না। ইনোভেটরের মুখ্য সঞ্চালক ও সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির। আলোচনা সভার পর বই পড়া উৎসবে নিবন্ধিত শিক্ষার্থীদের হাতে এ বছরের নির্বাচিত গ্রন্থ, স্কুল শাখায় মুনতাসীর মামুনের উপন্যাস ‘জয়বাংলা’ এবং কলেজ- বিশ্ববিদ্যালয় শাখায় শওকত আলীর উপন্যাস ‘যাত্রা’ তুলে দেওয়া হয়।

এবারের আসরে মোট  ৯৯১ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। তার মধ্যে স্কুল ও সমমানের মাদ্রাসা পর্যায়ের ৫৩৫ জন এবং কলেজ, স্নাতক ও সমমান মাদ্রাসার ৪৫৬ জন শিক্ষার্থী রয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর