বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

দাওয়াতকে কেন্দ্র করে সংঘাতে বিএনপির দুই গ্রুপ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতিনিধি সম্মেলনে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল বিকালে নগরীর নাসিমন ভবনে ফটিকছড়ি উপজেলা বিএনপি’র প্রতিনিধি সম্মেলনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান- গতকাল নাসিমন ভবনে ফটিকছড়ি উপজেলা বিএনপি’র প্রতিনিধি সম্মেলন চলছিল। এতে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরোয়ার আলমগীরের অনুসারীরা। কিন্তু বিএনপি নেতা আজিম উল্লাহ বাহার গ্রুপের সদস্যদের সম্মেলনে দাওয়াত না দেওয়ায় তারা এসে হট্টগোল শুরু করে। পরে চেয়ার মারামারি ও দুই পক্ষ সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। এতে উভয় গ্রুপের ২০ জন আহত হয়েছেন। তারা নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, সম্মেলনে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, ‘বিকালে ফটিকছড়ি উপজেলা বিএনপি’র প্রতিনিধি সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলন শুরু হওয়ার আগে যুবদল ও ছাত্রদলের কিছু নেতা-কর্মী ওই সম্মেলনে প্রবেশের চেষ্টা করে।

 নেতা-কর্মীদের সমাগম বেশি হওয়ায় প্রতিনিধি সম্মেলন স্থগিত করা হয়েছে। এর বাইরে কোনো ঘটনা ঘটেনি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর