বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

রিহ্যাব আবাসন মেলা শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব আবাসন মেলা শুরু হচ্ছে আজ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনের এ মেলা শেষ হবে ২৭ ডিসেম্বর। এবার আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং নির্মাণসামগ্রীর স্টলসহ মেলায় থাকছে ২২০টি স্টল। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এ মেলার কো-স্পন্সর দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড। আয়োজকরা জানিয়েছেন, রিহ্যাব সদস্য ও ক্রেতার মধ্যে সেতুবন্ধ তৈরিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাধ ও সাধ্যের মধ্যে মনের মতো ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে ক্রেতাদের সাহায্য করবে। মেলার সার্বিক আয়োজন প্রসঙ্গে রিহ্যাব জানিয়েছে, আজ বেলা ১১টায় রিহ্যাব আবাসন মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। তবে আজ মেলায় প্রবেশ করা যাবে বেলা ২টা থেকে। মেলায় একবার প্রবেশের টিকিটের মূল্য ৫০ টাকা। আর পাঁচবার প্রবেশের জন্য মাল্টিপল টিকিটের মূল্য ১০০ টাকা। প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এ মেলায় প্রবেশ টিকিটের রাফ্রেল ড্রতে থাকছে মূল্যবান পুরস্কার। প্রতিদিন র‌্যাফেল ড্র হবে। www.rehabfair2021.com ওয়েবসাইটে লটারি বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর