শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সাবেক এমপি আছাদুজ্জামানের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ

মাগুরা প্রতিনিধি

সাবেক এমপি আছাদুজ্জামানের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য আছাদুজ্জামানের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭০ সালের নির্বাচন থেকে শুরু করে ১৯৯১ সাল পর্যন্ত মাগুরা-২ আসন থেকে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ছিলেন সংসদের বিরোধীদলীয় পার্লামেন্টারি বোর্ডের সচিব।  মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আজ সকালে ভায়না পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারতসহ শহরে শোক র‌্যালি ও সেগুন বাগিচায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হবে।  আছাদুজ্জামান ১৯৩৫ সালের ১১ নভেম্বর মাগুরার মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শ্রেষ্ঠ তরুণ পার্লামেন্টারিয়ান হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন।

১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর বর্ষিয়ান এ রাজনীতিবিদের মৃত্যু হয়। ১৯৫৪ সালে ছাত্রজীবনে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৬১ সালে মাগুরা বারে আইনজীবী হিসেবে যোগ দেন। ১৯৬২-এর ছাত্র আন্দোলন, ’৬৬-এর ছয় দফা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সংস্পর্শে আসেন। ১৯৬৫ সালে তিনি মাগুরা মহাকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর