রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

লালবাগে ‘মালিকানা সম্পত্তি’তে উচ্ছেদ বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর লালবাগ এলাকার চরকামরাঙ্গী মৌজায় অবৈধ স্থাপনার নামে মালিকানা সম্পত্তিতে উচ্ছেদের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে স্থানীয়রা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান। এ সময় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন মাসুম আহমেদ, মো. ওবায়দুল ইসলাম, মো. শাহ নেওয়াজ ও মো. শহিদুল ইসলাম ঢালী, আফজাল হোসেন, ফারজানা আক্তার প্রমুখ। মানববন্ধনে তারা বলেন, সম্প্রতি বিআইডব্লিউটিএ চরকামরাঙ্গী মৌজার প্রায় শতাধিক বাড়ি ভাঙার জন্য চিহ্নিত করে গেছে। ২৬ ডিসেম্বর উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও মাইকিং করা হয়েছে। অথচ চিহ্নিত করা বাড়ির জমিগুলো আমাদের মালিকানা সম্পত্তি।

তারা বলেন, এসব জমিতে আমারা ৫০ থেকে ৬০ বছর ধরে বসবাস করে আসছি। জমি নিয়ে বিরোধ দেখা দিলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। জজ কোর্ট, হাই কোর্ট হয়ে সুপ্রিম কোর্টও এ জমি আমাদের মালিকানা সম্পত্তি উল্লেখ করে ১৯৯৩ সালে আমাদের পক্ষে রায় দিয়েছে। সিটি করপোরেশন আমাদের হোল্ডিং নম্বরও দিয়েছে। আমরা নিয়মিত খাজনাও পরিশোধ করছি। কিন্তু কোনো প্রকার নোটিস বা চিঠি না দিয়ে শুধু মাইকিং করে আমাদের মালিকা সম্পত্তি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র চলছে। তারা আরও বলেন, এ জমির দলিল জমা রেখে এলাকার অনেকেই ব্যাংক ঋণও নিয়েছে। এত কিছুর পরও তারা অবৈধ দখলদার কীভাবে, প্রশ্ন মানববন্ধনের বক্তাদের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর