মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

করোনা শনাক্ত ৯২ শতাংশ জটিল রোগে আক্রান্ত

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

করোনা শনাক্ত ৯২ শতাংশ জটিল রোগে আক্রান্ত

বৈশি^ক করোনাভাইরাস শনাক্তদের মধ্যে ৯২ শতাংশ রোগী জটিল রোগে আক্রান্ত। এর মধ্যে আছে ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপ, হাঁপানি, কিডনি জটিলতা, হৃদরোগ ইত্যাদি। তাছাড়া আক্রান্ত  যে রোগীদের হাই-ফ্লো নজ্যাল ক্যানুলার মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়েছিল, তাঁদের মধ্যে ৭০ শতাংশের এইচআর (হাই রেজুলেশন) সিটি স্ক্যানে ফুসফুসে গুরুতর সংক্রমণের আলামত ছিল। অক্সিজেনের প্রয়োজন হওয়া রোগীর গড় বয়স ৫১ বছর। এর মধ্যে পুরুষদের অক্সিজেনের চাহিদা ৫৫ শতাংশ এবং মহিলাদের ৪৫ শতাংশ।   চট্টগ্রামে ‘হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত রোগীর অক্সিজেনের চাহিদা’ শীর্ষক গবেষণায় এ তথ্য জানা যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) হাসপাতাল এবং পার্কভিউ হাসপাতালের কভিড ওয়ার্ডে ভর্তিকৃত ৮৫ জন রোগীর মধ্যে এ গবেষণা পরিচালিত হয়। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত এ গবেষণার কার্যক্রম চলে। গবেষণায় কভিড-১৯ শনাক্ত রোগীর অক্সিজেনের চাহিদার সঙ্গে বয়স, আনুষঙ্গিক অন্যান্য সমস্যা, রোগ ও ফুসফুসের এইচআরসিটি স্ক্যানের রিপোর্টের সম্পর্ক আছে কি না তা যাচাই করা হয়।  আগামী ৩০ ডিসেম্বর সিআইএমসির উদ্যোগে ‘ইনস্টিটিউশনাল রিচার্স সিম্পোজিয়াম’ শীর্ষক অনুষ্ঠানে গবেষণাপত্রটি উপস্থাপন করা হবে। অনুষ্ঠানে দেশের ৩৩ জন এবং বিদেশের ১০ জন গবেষকের গবেষণা উপস্থাপন করার কথা। মূল গবেষক ডা. মেহেরুন্নিছা খানম বলেন, করোনায় আক্রান্তদের মধ্যে ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপ, হাঁপানি, কিডনি জটিলতা ও হৃদরোগসহ নানা রোগে আক্রান্তরা শুরু থেকেই ঝুঁকিতে ছিলেন। পরে দেখা গেল তারাই বেশি আক্রান্ত হয়েছেন। গবেষণায় তা দেখা গেল।

 তাই আমরা মনে করি এ জাতীয় গবেষণার ফলাফল ভবিষ্যতে কভিড-১৯ রোগীর পরীক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে। একই সঙ্গে আমদের অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে কভিড-১৯ মোকাবিলার পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে। কার্যত একটি গবেষণার উদ্দেশ্যও তাই।  

সর্বশেষ খবর