মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

করোনায় বাধাগ্রস্ত কাজ আবার সচল হয়েছে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, করোনার কারণে বাধাগ্রস্ত উন্নয়নমূলক কাজ আবার সচল করা হয়েছে। সরকারের উন্নয়নের ধারা দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী দিনে কোনো এলাকাই আর পিছিয়ে থাকবে না। সরকারি দফতরগুলোও ঢেলে সাজানো হচ্ছে। অফিস-আদালত আধুনিকায়ন করা হচ্ছে। যেসব এলাকায় এখনো কাঁচা রাস্তা রয়েছে তা দ্রুত পাকাকরণের কাজ শুরু হবে। গতকাল দিনভর পীরগাছা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নতুন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আমরা সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে চাই। তাই বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।’ গতকাল পীরগাছা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রকৌশল অধিদফতরের আওতায় ২৫টি প্রকল্পের উদ্বোধন, ৮০ লাখ ৯৯ হাজার ৮১৯ টাকা ব্যয়ে উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নতুন বরেন্দ্র ভবনের উদ্বোধন, ৩৪ লাখ টাকা ব্যয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নতুন অফিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। এর আগে তিনি উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ২৪০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে কম্বল ও কিশোরী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন।

সর্বশেষ খবর