মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ইউপি নির্বাচনে রক্ত ঝরছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ বলেছেন, আজকে দেশে গণতন্ত্র নেই বলে কয়েক ধাপে যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হচ্ছে সেখানে দেড় শতাধিক মানুষ খুন হয়েছেন। জনপদের পর জনপদ, বিভিন্ন ইউনিয়নে রক্ত ঝরছে। রবিবারও তিনজন নিহত হয়েছেন। এই হচ্ছে চিত্র। গতকাল শেরেবাংলা নগরে জাসাসের নবগঠিত কমিটির সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য সংলাপের কথা বলেন, কিসের সংলাপ। কী নির্বাচন কমিশন গঠন করবেন? এই নির্বাচন কমিশন তো আপনারাই গঠন করেছিলেন। তিনি বলেন, ‘আজকে ক্ষমতার লোভে এতটাই মত্ত্ব, বিনা ভোটে চেয়ারম্যান হওয়ার জন্য ভোটার ছাড়া তারা নিজেরা খুনোখুনি করছে। বিদায় বেলায়ও হুদা নির্বাচন কমিশন যে দৃষ্টান্ত দেখালেন, সেখানেও রক্ত এবং মানুষের লাশ। রাষ্ট্রপতি যে সংলাপ করছেন, তার উদ্দেশ্যই হচ্ছে আর একটি হুদা মার্কা নির্বাচন, আর একটি রকিব মার্কা নির্বাচন, বিনাভোটে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন করে রাষ্ট্রক্ষমতায় থাকা।’

সর্বশেষ খবর