শিরোনাম
মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

এবার রাজস্ব ফাঁকির চেষ্টা অভিযান-৫ লঞ্চের

বাগেরহাট প্রতিনিধি

ঝালকাঠির সুগন্ধ্যা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুনে শতাধিক হতাহতের ঘটনার রেশ না কাটতেই একই মালিকের আরেকটি লঞ্চের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি দিয়ে সুন্দরবনে পর্যটক বহনের অভিযোগ উঠেছে। এমভি অভিযান-৫ নামের লঞ্চটি ৭৫ জনের পারমিটের (অনুমতিপত্র) বিপরীতে ১৪০ জন পর্যটক নিয়ে সুন্দরবনে ঢুকে পড়ে। রাজস্ব ফাঁকি দিয়ে সুন্দরবনের ঢোকায় শরণখোলা রেঞ্জ অফিসের সামনে থেকে শনিবার সন্ধ্যায় লঞ্চটি আটকে দেয় বনবিভাগ। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. শামসুল আরেফিন জানান, সুন্দরবন ভ্রমণের জন্য অন্তত এক সপ্তাহে আগে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বন বিভাগ থেকে অনুমতিপত্র নিতে হয়। সুন্দরবন ভ্রমণ নীতিমালা অনুযায়ী একটি লঞ্চে ৭৫ জনের বেশি পর্যটক বহনের অনুমতি নেই। সুন্দরবনের অভয়ারণ্যে পর্যটকদের প্রবেশের জন্য জনপ্রতি ১৫০ টাকা রাজস্ব ধার্য রয়েছে। আর অভয়ারণ্যের বাইরে হলে ৭০ টাকা। কিন্তু ঢাকা থেকে এমভি অভিযান-৫ নামের লঞ্চটি ৭৫ জনের স্থলে ১৪০ জন পর্যটক বহন করে রাজস্ব ফাকি দিতে চেষ্টা চালায়।

 এ ছাড়া পর্যটকদের জন্য ট্যুরস গাইড বাধ্যতামূলক হলেও এমভি অভিযান-৫ লঞ্চটি সে নির্দেশনাও মানেনি। তারা নির্দেশনা মা মেনে সুন্দরবনে ঢোকার চেষ্টা করলে শনিবার সন্ধ্যায় শরণখোলা রেঞ্জ অফিসের সামনে থেকে লঞ্চটি আটকে দেওয়া হয়। অতিরিক্ত পর্যটকবাহী এ লঞ্চটিকে সুন্দরবনে ঢুকতে না দিয়ে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান এ বন কর্মকর্তা।

সর্বশেষ খবর