বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সাভার ও চুয়াডাঙ্গায় বসুন্ধরার কম্বল বিতরণ

প্রতিদিন ডেস্ক

সাভার ও চুয়াডাঙ্গায় বসুন্ধরার কম্বল বিতরণ

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে গতকাল চুয়াডাঙ্গায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় -বাংলাদেশ প্রতিদিন

সাভারের চাপাইন ও চুয়াডাঙ্গায় বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ বিতরণ পরিচালনা করে কালের কণ্ঠ শুভসংঘ। আমাদের প্রতিনিধিদের পাঠানো বিবরণ- সাভার (ঢাকা) : সাভারের চাপাইনে সিআরপিতে সমাজের অসহায় ও দুস্থদের মধ্যে গতকাল বিকালে কম্বল বিতরণ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ১ হাজার দরিদ্র মানুষের হাতে এ কম্বল পৌঁছে দেন শুভসংঘের সদস্যরা। বিতরণ পর্বে সিআরপির ফিজিওথেরাপি বিভাগের প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন। পৌষের মাঝামাঝি এ শীতবস্ত্র পেয়ে প্রতিবন্ধী রোগীদের মলিন মুখগুলোয় ফোটে স্বস্তির হাসি। শুভসংঘ সিআরপি সভাপতি তামজিদ হোসেন বলেন, ‘শুভকাজে সবার পাশের থাকার অঙ্গীকার নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় বসুন্ধরা গ্রুপের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। গতকাল দিনব্যাপী জেলার ছয় স্থানে ২ হাজার হতদরিদ্রের হাতে বসুন্ধরার এ উপহার তুলে দেওয়া হয়। সকালে শহরের রাহেলা খাতুন গার্লস স্কুলে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর থানার ওসি মোহাম্মদ মহসীন, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাব সভাপতি কালের কণ্ঠ জেলা প্রতিনিধি মানিক আকবর, চুয়াডাঙ্গা শুভসংঘের সাধারণ সম্পাদক পারভীন লাইলা, সদস্য শেখ লিটন, মশিউর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর