বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ঢাবিতে তিন দিনের জয়নুল উৎসব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

দেশের আধুনিক শিল্পকলার প্রবাদপুরুষ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ প্রাঙ্গণে শুরু হয়েছে ‘জয়নুল উৎসব’। গতকাল চারুকলা অনুষদের বকুলতলায় তিন দিনব্যাপী জয়নুল উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

অনুষ্ঠানে শিল্পকলায় বিশেষ অবদান রাখার জন্য ঢাবির কারুশিল্প বিভাগের অনারারি অধ্যাপক আবদুস শাকুর শাহ্ এবং ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রমন শিব কুমারকে জয়নুল সম্মাননা-২০২১ দেওয়া হয়।

এদিকে, জয়নুল উৎসবে চারুকলা অনুষদের শিক্ষার্থী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কারুশিল্পীরা শতরঞ্জি, মাটির পুতুল, হাতপাখা, নকশিকাঁথা ও চিত্রকর্মসহ নানান শিল্পকর্মের পসরা সাজিয়েছেন। দর্শনার্থীরা সেগুলো দেখতে সারাদিনই ভিড় জমিয়েছেন উৎসবস্থলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর