বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

৭৭ দিনের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ ফের বেড়ে চলেছে। তবে মৃত্যু অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার ৪৯৫ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে, যা ৭৭ দিনের মধ্যে সর্বোচ্চ। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ২.৩৭ শতাংশ, যা ৭৯ দিনের মধ্যে সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২০ হাজার ৯১৪ জনের নমুনা পরীক্ষায় ৪৯৫ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ২.৩৭ শতাংশ। সবশেষ এর চেয়ে বেশি (২.৫৮ শতাংশ) শনাক্ত হারের খবর দেওয়া হয়েছিল গত ১১ অক্টোবর। গত ২৪ ঘণ্টার চেয়ে বেশি ৫১৮ জনের দেহে সংক্রমণের খবর এসেছিল গত ১৩ অক্টোবর। তবে গত এক দিনে মৃত্যু হয়েছে ১ জনের।

এদিকে গত ২০ অক্টোবর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত টানা ৬৫ দিন শনাক্তের হার ২ শতাংশের নিচে ছিল। ২৪ ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত ৬ দিনের মধ্যে ৫ দিনই শনাক্তের হার ২ শতাংশের বেশি ছিল। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় তা ১১ সপ্তাহের রেকর্ড ছাড়িয়ে যায়।

গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন। প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ৬৩ জন।

গত এক দিনে সর্বোচ্চ শনাক্তের হার ছিল রাজশাহী বিভাগে ৪ শতাংশ। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৩.৮৮ শতাংশ, ঢাকা বিভাগে ২.৭৩ শতাংশ, রংপুর বিভাগে ১.৩২ শতাংশ, সিলেট বিভাগে ১.০৯ শতাংশ, চট্টগ্রাম বিভাগে শূন্য দশমিক ৯৪ শতাংশ, বরিশাল বিভাগে শূন্য দশমিক ৮৪ শতাংশ ও খুলনা বিভাগে শূন্য দশমিক ৬৮ শতাংশ ছিল শনাক্তের হার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর