শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

একাদশ সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি আজ

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি আজ। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয় বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে অর্থাৎ আওয়ামী লীগ ২৫৭টি আসনে বিজয়ী হয়। একাদশ জাতীয় সংসদের তৃতীয় বর্ষপূর্তির দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ও বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টসহ নিবন্ধিত সর্বমোট ৩৯টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। ১ হাজার ৮৪৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের ১২৮ জন ছিলেন স্বতন্ত্র। এই নির্বাচনে আওয়ামী লীগসহ মহাজোট ২৮১টি আসনে বিজয়ী হয়। বিএনপির পাঁচজনসহ ঐক্যফ্রন্ট মাত্র ৮টি আসনে বিজয়ী হয়। স্বতন্ত্রসহ অন্যরা মোট ১১টি আসনে বিজয়ী হয়। প্রধান বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি।

এদিকে আজকের দিনটি ‘কালো দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে সিপিবি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর