শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

নতুন বছরে অবৈধ ও যান্ত্রিক রিকশার বিরুদ্ধে অভিযান : তাপস

নিজস্ব প্রতিবেদক

নতুন বছরে অবৈধ, অনুমোদনহীন ও ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল নগর ভবনে দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের একাদশতম বোর্ডসভায় তিনি এ ঘোষণা দেন। ঢাকা দক্ষিণের মেয়র বলেন, ‘আমরা এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ঢাকা নগর পরিবহন চালু করেছি। সচল ঢাকা গড়ার লক্ষ্যে গণপরিবহনকে শৃঙ্খলাবদ্ধ করার যে উদ্যোগ তার সফল সূচনা হয়েছে। যাত্রীরা এ সেবা সাদরে গ্রহণ করেছেন। নির্দিষ্ট যাত্রী ছাউনিতে বাস এসে থামছে, সেখান থেকে যাত্রী উঠছে। ই-টিকিটিংয়ের মাধ্যমে যাত্রীরা সেবা পাচ্ছেন। ফলে যাত্রী হয়রানি বন্ধ হয়েছে এবং ভাড়াও নির্ধারিত। অন্যান্য যাত্রীবাহী বাসে একই দূরত্বের জন্য যে মূল্য নেওয়া হয়, তার চেয়েও অনেক কম টাকায় নগর পরিবহনে সেবা পাচ্ছেন। আগামী বছর এ ঢাকা শহরে বাস রুট রেশনালাইজেশন সেবা বৃহদাকারে দৃশ্যমান করতে পারব বলে আশাবাদী। আপনারা জানেন, এটা কতটা দুরূহ কাজ। কত বড় চক্র এখানে অন্তর্ভুক্ত। আল্লাহর রহমতে ঢাকাবাসীর সহযোগিতায় আমরা সে চক্র ভেঙে বীরদর্পে এগিয়ে চলেছি।’

তিনি বলেন, ‘সড়কে শৃঙ্খলা আনতে আসছে বছর অবৈধ রিকশা, অনুমোদনহীন রিকশা ও ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে আমরা অভিযান শুরু করব। এ ছাড়া বিভিন্ন সড়কে পর্যাপ্ত রিকশা রাখার স্থানের ব্যবস্থা করা হবে। গাড়ির মতো রিকশা রাখার স্থানও তৈরি করব। সেখান থেকেই যাত্রীরা রিকশায় উঠবেন। এভাবে আমরা ঢাকা শহরের যান চলাচল শৃঙ্খলায় নিয়ে আসব।’

বোর্ডসভায় সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রীয় শিশু পার্কটির নাম ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক’ নামকরণের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়।

বোর্ডসভায় করপোরেশনের কাউন্সিলর ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর