শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

টিকা কিনতে আড়াই হাজার কোটি টাকা দিচ্ছে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের টিকা কিনতে বাংলাদেশকে ২৫ কোটি ইউরো ঋণ দিচ্ছে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক-ইআইবি, স্থানীয় মুদ্রায় যা প্রায় ২ হাজার ৪২৬ কোটি টাকা।

‘বাংলাদেশ কভিড-১৯ পাবলিক হেলথ প্রোগ্রাম’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় এই অর্থ ব্যয় করা হবে।

এ বিষয়ে ঢাকার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) ইআইবির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে গত বুধবার। ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং ইআইবির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান অ্যাডভারদাস বুমস্টেইনাস এবং লিগ্যাল কাউন্সেল ইমানোল লেকু গুর্টুবে ওই চুক্তিতে সই করেন। ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অর্থ কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে টিকা কেনা ও সরবরাহ, স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং স্বাস্থ্য খাতে সামাজিক নিরাপত্তা সম্প্রসারণে ব্যয় হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর