শনিবার, ১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

খুলনায় বছরের শেষ দিনেও রাজপথে পাটকল শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় বন্ধ করা রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু, ২০১৫ সালের মজুরি স্কেল অনুযায়ী বকেয়া পাওনা পরিশোধসহ বিভিন্ন দাবিতে বছরের শেষ দিনেও রাজপথে কর্মসূচি পালন করেন পাটকল শ্রমিকরা। গতকাল সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নগরীর খালিশপুর বিআইডিসি রোডে অবস্থান কর্মসূচি পালিত হয়। এর আগে সকালে খালিশপুর গোলচত্বর থেকে শ্রমিকরা মিছিল নিয়ে নতুন রাস্তা মোড়ের দিকে রওনা হলে পুলিশ বাধা দেয়। বাধার মুখে বিআইডিসি রোডে শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেন। খালিশপুর-দৌলতপুর জুট মিল যৌথ কারখানা কমিটি কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কারখানা কমিটির সভাপতি মো. মনির হোসেন। বক্তারা বলেন, সরকার লোকসানের অজুহাত দেখিয়ে ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দিয়েছে। চাকরিহারা শ্রমিকরা এখন বেতন পাচ্ছেন না।

এতে পরিবার-পরিজন নিয়ে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। অথচ যারা লোকসানের জন্য দায়ী, লুটপাটকারী আমলা-মন্ত্রী-বিজেএমসির কর্মকর্তারা নিয়মিত বেতন পাচ্ছেন। শ্রমিকরা অবিলম্বে বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু ও ২০১৫ সালের মজুরি স্কেল অনুযায়ী শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান।

বক্তৃতা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্যসচিব এস এ রশীদ, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী, দৌলতপুর জুট মিল কারখানা কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন।

এর আগে ১৭ ডিসেম্বর একই দাবিতে রাজপথে থালাবাসন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন পাটকল শ্রমিকরা। মিছিল শেষে খালিশপুর পিপলস গোলচত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর