রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

রাবি ছাত্রলীগে চলছে ধরনা দেওয়া আস্থা দেখানোর চর্চা

পাঁচ বছর ধরে একই কমিটি

কাজী শাহেদ, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগে পাঁচ বছর ধরে একই কমিটি। নতুন কমিটির জন্য সম্মেলনের দাবিতে চলছে ‘ধরনা’, অন্যদিকে ক্ষমতাসীন কমিটির প্রতি ‘আস্থা’ দেখানোর চর্চা। দ্রুত সম্মেলনের পক্ষপাতী নেতা-কর্মীরা করে চলেছেন বিক্ষোভ মিছিল। নতুন কমিটির দাবি নিয়ে নেতা-কর্মীর মধ্যে বিভাজন দেখা দিয়েছে। ২৫১ জনের কমিটিতে ২১ জন সক্রিয় থাকলেও অনেকের  ছাত্রত্ব নেই।

জানা গেছে, পদপ্রত্যাশীদের একদল দ্রুত সম্মেলন চেয়ে আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য, রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণার কাছে ধরনা দিচ্ছেন। অন্যদিকে আরেক দল সম্মেলনের জন্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান কমিটির নেতাদের ওপরই আস্থা রাখছেন। ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদপ্রত্যাশীদের একটি অংশ বর্তমান কমিটির সহসভাপতি কাজী আমিনুল ইসলাম লিংকন ও মেজবাহুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার (ডন), প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আসাদুল্লাহিল গালিব ও উপধর্মবিষয়ক সম্পাদক তাওহীদ দুর্জয়ের নেতৃত্বে ক্যাম্পাসে নিয়মিত সম্মেলনের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। অন্যদিকে আরেকটি অংশ বর্তমান কমিটির সংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ক্যাম্পাসে শোডাউন করে যাচ্ছেন।

সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু বলেন, ‘ক্যাম্পাসে আমার অবস্থান জানান দিতেই শোডাউন করছি। সম্মেলন দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। এ বিষয়ে আমি বিশ্ববিদ্যালয়ের বর্তমান কমিটির নেতাদের প্রতি আস্থা রাখছি। আমি যত দূর জানি তারা সম্মেলন দেওয়ার জন্য আন্তরিক। তবে তারা চাইলেও কেন্দ্রীয় ছাত্রলীগ ছাড়া সম্মেলন করতে পারবেন না। এজন্য অনেকে যদি বর্তমান কমিটির কর্মসূচিতে অংশগ্রহণ না করেন সেটা তাদের ব্যক্তিগত বিষয়।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘কেউ যদি ছাত্রলীগ করার পর বলেন সংগঠনের কর্মসূচি পালন করবেন না, তাহলে তিনি কেমন ছাত্রলীগ করেন সে প্রশ্ন থেকেই যায়!’

সর্বশেষ খবর