রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বছরের প্রথম দিনও দরজা খোলেনি সেই বিদ্যালয়ের

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়ায় দক্ষিণ কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা খোলে না এক দশক ধরে। বাংলাদেশ প্রতিদিনে এ নিয়ে সম্প্রতি সংবাদ প্রকাশ করলে ১ জানুয়ারি বিদ্যালয়টি খোলার কথা জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু এ দিনও খোলা হয়নি বিদ্যালয়ের দরজা। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘বিদ্যালয়টির অবকাঠামোগত সমস্যা আছে। আমরা চেষ্টা করেছি। তার পরও নির্দিষ্ট সময়ে খুলতে পারিনি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সঙ্গে সমন্বয় করে খোলার ব্যাপারে কাজ করে যাচ্ছি। আশা করি এ মাসের মধ্যে খুলতে পারব।’ বিদ্যালয় এলাকায় গিয়ে দেখা যায়, সাইনবোর্ডে মরিচা ধরে অনেকটাই মুছে গেছে নাম ও প্রতিষ্ঠা সাল। পরিত্যক্ত কক্ষগুলোর ভিতরে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। সূত্রমতে, সত্তরের দশকে স্থাপিত হয় বিদ্যালয়টি। ১০ বছর আগে বন্ধ হয়ে যায়। সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কেন বন্ধ হয়ে গেছে তার সঠিক কারণ জানা যায়নি। স্কুলের পাশেই বাসা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিকের। তিনি বলেন, ‘আমি এ এলাকায় ৩৫ বছর ধরে বসবাস করছি। একসময় আমার ঘুম ভাঙত শিক্ষার্থীদের পড়ার শব্দে। মাঝেমধ্যে বিদ্যালয়ে ঘুরতে যেতাম। শিক্ষকদের সঙ্গে কথা বলতাম। হুট করে ১০ বছর আগে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। এটি পুনরায় চালুর দাবি জানাচ্ছি।’

সর্বশেষ খবর