রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ঢাকায় বিদ্যুতের ঝুলন্ত তার মাটির নিচে নেওয়ার কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় বিদ্যুতের ঝুলন্ত তার মাটির নিচে নেওয়ার কাজ শুরু

রাজধানীতে বিদ্যুতের ঝুলন্ত তার মাটির নিচে  নেওয়ার কাজ শুরু করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। এর অংশ  হিসেবে ডিপিডিসি কর্তৃপক্ষ গতকাল থেকে ঢাকার ভিআইপি রোড বঙ্গভবন থেকে জাহাঙ্গীরগেট এবং গাবতলী থেকে আজিমপুর পর্যন্ত ঝুলন্ত তার মাটির নিচে নেওয়ার কাজ শুরু করেছে। প্রথম পর্যায়ে জাহাঙ্গীরগেট থেকে ফার্মগেট পর্যন্ত অংশের কাজ চীনা টার্নকী ঠিকাদারি প্রতিষ্ঠান জিভি অব সিএনটিআইসি অ্যান্ড এসপিটিটিসি, চায়নার মাধ্যমে এই কাজ শুরু হয়েছে। কাজটি বাংলাদেশ সরকারের অর্থায়নে ডিপিডিসির পিডিএসডি প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন রয়েছে। এ জন্য গতকাল বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের আঙ্গিনায় দুুটি ১১ কেভি রিং মেইন ইউনিট চালু করা হয়েছে। এটি মণিপুরীপাড়া ৩৩/১১ কেভি উপকেন্দ্র হতে ১১ কেভি আন্ডারগ্রাউন্ড ক্যাবলের মাধ্যমে সংযোগ দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ানসহ  অন্য কর্মকর্তারা। এই আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কিং কাজ বাস্তবায়নের ফলে জাহাঙ্গীরগেট হতে বঙ্গভবন এবং আজিমপুর  থেকে গাবতলী পর্যন্ত সড়কের উভয় পাশে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর অধিকতর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এ ছাড়া এর ফলে ঢাকা নগরের সৌন্দর্যও বাড়বে। 

সর্বশেষ খবর