রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কারাবন্দি আলেমদেও মুক্তি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি খেলাফতের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী অবিলম্বে দলের মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমীসহ কারাবন্দি আলেম-ওলামাদের মুক্তির দাবি জানিয়েছেন। নইলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। গতকাল রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার ২০২১-২২ সেশনের প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল অজিজের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী প্রমুখ।

মুফতি সাঈদ নূর, মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ। আল্লামা ইসমাঈল নূরপুরী আরও বলেন, সব রাজনৈতিক দলের পরামর্শের আলোকে নিরপেক্ষ, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হবে।

সর্বশেষ খবর