রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ঢাবিতে বিসর্জন মঞ্চস্থ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবিতে বিসর্জন মঞ্চস্থ

ঐতিহ্যবাহী যাত্রাপালার রীতি ও আঙ্গিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ নাটক মঞ্চস্থ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নিজস্ব প্রযোজনা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় নিরীক্ষামূলক উপস্থাপনাটি পরিবেশন করে তারা। গতকাল সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রযোজনাটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নাটকটি ২ থেকে ৫ জানুয়ারি প্রতিদিন সন্ধা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের নাটম ল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান লিয়ন। বিভাগের সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খানের নির্দেশনা ও সংগীত পরিকল্পনায় নাটকে অভিনয় করেন বিভাগের তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা।

গীতি চন্দ্রাবতী : নতুন বছরের প্রথম নাটক হিসেবে শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো সংস্কার নাট্যদলের ভিন্নধর্মী গল্পের নাটক ‘গীতি চন্দ্রাবতী’। গতকাল বছরের প্রথম দিনের সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি।  নয়ান চাঁদ ঘোষের রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন ইউসুফ হাসান অর্ক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মনামী ইসলাম কনক (নাট্যকেন্দ্র), মোস্তাফিজুর রহমান সজল, ফাতেমা তুজ জোহরা ইভা প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর