বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মুন্সীগঞ্জ ও পাবনায় বসুন্ধরার কম্বল বিতরণ

মুন্সীগঞ্জ ও পাবনা প্রতিনিধি

মুন্সীগঞ্জ ও পাবনায় বসুন্ধরার কম্বল বিতরণ

বসুন্ধরা গ্রুপের আর্থিক সহায়তায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে মুন্সীগঞ্জ ও পাবনায় কম্বল বিতরণ করা হয়েছে। মুন্সীগঞ্জের লৌহজংয়ে কিছু দরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। গতকাল সকালে লৌহজং উপজেলার মেদিনীমন্ডল কুরআনিয়া মাদরাসাসহ বিভিন্ন স্থানে গরিব, অসহায় ও দুস্থদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি থেকে দুস্থদের হাতে কম্বল তুলে দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বসুন্ধরা গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এ ছাড়া উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন ও রিনা ইসলাম, মেদিনীমন্ডল ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, বেজগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. মাসুদ খান, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি ও বিক্রমপুর প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক এম. তরিকুল ইসলাম মাহবুব প্রমুখ। অন্যদিকে শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের আর্থিক সহায়তায় পাবনা জেলা শুভসংঘের আয়োজনে ৪০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০টায় পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান। উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার মেয়র মো. শরীফ উদ্দিন প্রধান, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. জমিদার রহমান, শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের ইনস্ট্রাক্টর ও উপদেষ্টা আলি আকবর মিয়া রাজু, দেশ রূপান্তর পত্রিকার পাবনা প্রতিনিধি রিজভী জয়, কালের কণ্ঠের চাটমোহর উপজেলা প্রতিনিধি আবদুল লতিফ রঞ্জু প্রমুখ। এ সময় শুভসংঘ পাবনা জেলা সভাপতি শেখ রাফসান যানী সজীব, সহসভাপতি সাহেরা আক্তার (উর্মী), সাধারণ সম্পাদক সুচিত্রা পূজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর