বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

খুলনায় নাশকতার মামলায় বিএনপির ৩৩ নেতা-কর্মীর জামিন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলায় খুলনা বিএনপির ৩৩ নেতা-কর্মীকে জামিন দিয়েছে আদালত। গতকাল খুলনার মুখ্য মহানগর হাকিম ও মহানগর দায়রা জজ আদালত থেকে তারা জামিন পান। মামলায় অভিযুক্তরা মহানগর বিএনপির সদ্য বিদায়ী কমিটি ও ঘোষিত আহ্বায়ক কমিটির নেতা-কর্মী। জানা যায়, গত ২২ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কর্মসূচিতে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেটে নেতা-কর্মীরা আহত হন। ওই রাতে পুলিশ বাদী হয়ে খুলনা থানায় দুটি মামলা করে। গতকাল দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালতে মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজাসহ ৩০ জনকে জামিন দেওয়া হয়।

 অপরদিকে মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র মনিরুজ্জামান মণি ও অধ্যক্ষ তারিকুল ইসলাম জামিন পান মহানগর দায়রা জজ আদালতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর