বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

দুটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ ১০ ক্রয় প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

দুটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ ১০টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। এতে মোট ব্যয় হবে ৪ হাজার ৬৪০ কোটি ৮৮ লাখ টাকা। গতকাল সচিবালয়ে ক্রয় কমিটির ভার্চুয়াল বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন সাংবাদিকদের জানান,  বৈঠকে বাংলাদেশ  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক বেসরকারি খাতে দুটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে পাবনার ঈশ্বরদী উপজেলায় ৭০ মেগাওয়াট (এসি) ক্ষমতাসম্পন্ন গ্রিড টাইড সোলার বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করবে কনসোর্টিয়াম অব ‘ডেইহান গ্রিন এনার্জি কোম্পানি লিমিটেড’, ‘এইচআই কোরিয়া কোম্পানি লিমিটেড’ ও ‘পাবনা সোলার পাওয়ার লিমিটেড’।

২০ বছর মেয়াদে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনবে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ৮৪৩ কোটি ২০ লাখ টাকা। তিনি জানান, অপর সৌরবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হবে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড টাইডে সোলার বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করবে কনসোর্টিয়াম অব ফ্রান্সের প্রতিষ্ঠান ‘টোটাল ইরেন’, নরওয়ের প্রতিষ্ঠান ‘নরওয়েজিয়ান রিনিউয়েবলস গ্রুপ এএস’ ও দেশীয় প্রতিষ্ঠান ‘আরবান সার্ভিসেস লিমিটেড’। এ কেন্দ্র থেকেও ২০ বছর মেয়াদে বিদ্যুৎ কিনবে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ৩১৫ কোটি ২০ লাখ টাকা।

সামসুল আরেফিন বলেন, বৈঠকে ভোলায় ‘ভেঞ্চার এনার্জি রিসোর্সেস লিমিটেড’ কর্তৃক পরিচালিত ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক ভাড়া বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ ৪ বছর বাড়নোর একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বর্ধিত সময়ের জন্য ব্যয় হবে ৩৮০ কোটি ৯০ টাকা।

এ ছাড়া বৈঠকে ‘বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড’ কর্তৃক ৩২ হাজার ৪০০টি বৈদ্যুতিক খুঁটি (এসপিসি পোল) ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যৌথভাবে এসব খুঁটি সরবরাহ করবে ‘ক্যাসল কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড’ ও ‘পোলস অ্যান্ড কংক্রিট লিমিটেড’। এতে ব্যয় হবে ৩১ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার টাকা।

অতিরিক্ত সচিব জানান, অন্যান্যের মধ্যে বৈঠকে ‘বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন’ (বিসিআইসি) কর্তৃক ইউরিয়া সার আমদানির দুটি প্রস্তাব এবং রক ফসফেট ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ‘ডিস্ট্রিবিউশন লিমিটেড’ থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ২৪৬ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা। কাতারের ‘মুনতাজাত’ থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ২৪৬ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা। ‘মেসার্স দেশ ট্রেডিং করপোরেশন’ (মূল সরবরাহকারী প্রতিষ্ঠান : সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ‘মেসার্স জেনট্রেড এফজেডই’) থেকে ২৫ হাজার মেট্রিক টন রক ফসফেট ক্রয়ে ব্যয় হবে ৮১ কোটি ৪৯ লাখ ৩১ হাজার টাকা।

সর্বশেষ খবর